অনেকের পা ঘামে সারা বছরই। ফলে মোজা ও জুতা হয়ে পরে দুর্গন্ধযুক্ত। ঘামের গন্ধ থেকে দূরে থাকতে পা সবসময় পরিষ্কার রাখার বিকল্প নেই। মোজা পরার আগে পায়ে খানিকটা ট্যালকম পাউডার মেখে নিলে উপকার পাবেন। তারপরেও যদি ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ে জুতায়, তবে কীভাবে দূর করবেন জেনে নিন।
- কয়েক ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েল ছিটিয়ে দিন জুতার ভেতরে। দূর হবে দুর্গন্ধ।
- একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে জুতার ভেতরে স্প্রে করুন। বাতাসে শুকিয়ে নিন ভালো করে।
- ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে জুতার ভেতরে রেখে দিন সারারাত। দূর হবে জুতার দুর্গন্ধ।
- পেপার টাওয়েলে বেকিং সোডা মুড়ে সারারাত জুতার ভেতরে রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।
- কফি গুঁড়া ছিটিয়ে দিন জুতার ভেতরে। ১২ ঘণ্টা রেখে পরিষ্কার করে ফেলুন ভালো করে।
- কমলার খোসা টুকরা করে জুতার ভেতরে ছড়িয়ে দিন। এটি কেবল দুর্গন্ধই দূর করবে না, চমৎকার সুগন্ধ নিয়ে আসবে জুতায়।
- জুতো পড়ার আগে পায়ে কিছুটা বেবি পাউডার ছিটিয়ে নিন, পাউডার যেন বেশি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন।
কিছু টিপস:
- চামড়ার জুতায় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না।
- জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। গন্ধ দূর হবে জুতার।
- স্নিকার দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।
- এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।